লোকালয় ২৪

খাশোগি হত্যায় জড়িত ১৭ সৌদি নাগরিকের ওপর কানাডার নিষেধাজ্ঞা

খাশোগি হত্যায় জড়িত ১৭ সৌদি নাগরিকের ওপর কানাডার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র,ফ্রান্স ও জার্মানির পর এবার সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় জড়িত ১৭ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) এ কথা জানান, কানাডার পররাষ্ট্রমন্ত্রী খ্রিস্টিয়া ফ্রিল্যান্ড।

তবে এ তালিকায় নেই যুবরাজ মোহাম্মদ মোহাম্মদ বিন সালমান।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে অস্ত্র বিক্রি স্থগিত করা হবে কিনা, তা পর্যালোচনা করছে কানাডার সরকার। নিষেধাজ্ঞার আওতায় ঐ ১৭ সৌদি নাগরিকের কানাডায় থাকা সম্পদ জব্দ করা হবে। এমনকি কানাডাতে প্রবেশেরও সুযোগ পাবে না খাশোগির হত্যাকারীরা।

২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয় সাংবাদিক খাশোগিকে।