সংবাদ শিরোনাম :
খালেদা জিয়া অশান্তির প্রতীক: ইনু

খালেদা জিয়া অশান্তির প্রতীক: ইনু

খালেদা জিয়া অশান্তির প্রতীক: ইনু

লোকালয় ডেস্ক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দারিদ্র্য, সাম্প্রদায়িকতা, ইতিহাসবিকৃতি ও বিচারহীনতার অন্ধকার থেকে বাংলাদেশকে টেনে তুলে বিস্ময়কর উন্নয়ন, গণতন্ত্র ও আইনের শাসনের আলোর পথে এগিয়ে নিয়ে শেখ হাসিনা আজ শান্তি আর উন্নয়নের দূত। আর এ মহাযজ্ঞের বিপরীতে জঙ্গি-রাজাকারদের সঙ্গে নিয়ে নাশকতা-অন্তর্ঘাতের পথে গিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া অশান্তির প্রতীক।’

আজ বুধবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘অর্থনীতির মঞ্চ থেকে দারিদ্র্য বিদায়ে যেমন কোনো ঘাটতি হয় না, রাজনীতির মঞ্চ থেকেও জঙ্গিদের বিদায়ে কোনো শূন্যতা হয় না; বরং উন্নয়নের পথে জঙ্গিদের মোকাবিলা না করতে হলে দেশ আরও এগিয়ে যেত।’

মন্ত্রী বলেন, ‘একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, আশ্রয়ণ, সামাজিক নিরাপত্তা, শিক্ষাসহায়তা, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা—এই দশ বিশেষ উদ্যোগ দেশ ও মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মডেল এবং আত্মনির্ভরশীলতার দর্শন, যা বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে।’

২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়নের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জনগণ ও গণমাধ্যমকে সব সময় তথ্যে সমৃদ্ধ করতে চেয়েছে। প্রেস ইনস্টিটিউটের ইতিহাসে মোট প্রকাশিত গ্রন্থের অর্ধেকের বেশি গত নয় বছরে প্রকাশিত হয়েছে, উল্লেখ করেন তিনি।

তথ্যসচিব আবদুল মালেক বলেন, আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) তথ্যানুসারে বাংলাদেশ গত নয় বছরে অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের ১৫টি দেশকে পেছনে ফেলে বিশ্বের ৪২তম স্থানে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রীর নিজস্ব দর্শন ও নেতৃত্বে এ উন্নয়ন বাংলাদেশকে বিশ্বের বুকে অগ্রগতির এক বিস্ময় হিসেবে পরিচিত করেছে।

পিআইবি পরিচালনা বোর্ডের সভাপতি ও সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন তথ্যসচিব আবদুল মালেক। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com