লোকালয় ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, চলমান শন্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে আনা যাবে না। তাঁর মুক্তির জন্য কঠোর আন্দোলন করতে হবে।
তিনি বলেছেন, আন্দোলন করে সরকারের পতন ঘটাতে না পারলে শেখ হাসিনা আমাদের নেত্রী খালেদা জিয়াকে জীবিত মুক্তি দিবেন না। জেলগেটে তার লাশ ফেরত নিতে আমাদের অপেক্ষা করতে হবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় গয়েশ্বর এসব কথা বলেন। ইলিয়াস আলী মুক্তি যুবসংগ্রাম পরিষদ ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিয়েছে কিন্তু জনগণের আদালতে খালেদা জিয়া নির্দোষ। অতএব তাঁর মুক্তির আন্দোলনের জন্য জনগণ প্রস্তুত। আগামীতে কৌশল হবে একটাই, তা হল আন্দোলনে মাঠে নামা। আন্দোলন বাদ দিয়ে যদি আমরা হাসিনার অধীনে নির্বাচনে যাই তাহলে জনগণ আমাদেরকে বেইমান বলবে। বিএনপি আগামী নির্বাচনে যাবে কি যাবে না, সেই সিদ্ধান্ত খালেদা জিয়াই দেবেন।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার অধীনেই যদি নির্বাচন যেতে হয় তাহলে ২০১৪ সালে কেন গেলাম না? কেন এতো নির্যাতন, খুন, গুমের শিকার হলাম? আমরা নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার চাই। হাসিনা মার্কা বা খালেদা মার্কা সরকারের অধীনে নির্বাচন নয়। নির্দলীয় নিরপেক্ষ সরকার দিলে বিএনপি চিন্তা করতে পারে নির্বাচনে যাবে কি যাবে না। খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবো নাকি খালেদা জিয়াসহ যাবো তা খালেদা জিয়ার নির্দেশক্রমেই আমরা (বিএনপি) সিদ্ধান্ত নেবো। মূল বিষয় হলো, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্য যেন মান্নান ভূইয়ার মত না হয়। খালেদা জিয়া আর তারেক রহমানকে বের করে দিয়ে নয়। আমরা আগামী দিনে নির্বাচনে যাব কি যাব না এটা নিয়ে নানা শর্ত আলোচনায় আসতে পারে। কিন্তু, একটাই শর্ত, নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে।’
Leave a Reply