হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে হামলা ও ভাংচুর ঘটনায় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪ থানায় দায়ের করা পাঁচ মামলায় ৭৭৩ জনকে আসামী করা হয়েছে। আসামীদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ১৮৪ জন। বাকীরা সব অজ্ঞাত আসামী।
সূত্র জানায়, সদর থানায় পুলিশের কাজে বাধা দেয়া এবং ভাঙচুরের ঘটনায় দু’টি মামলা দায়ের করা হয়। একটিতে ৪৫ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছ।
অপরটিতে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং ১৪৯ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বানিয়াচং থানায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং ২৫০ জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা দায়ের করা হয়েছে।
লাখাই থানায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং ৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শায়েস্তাগঞ্জ থানায় ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।