লোকালয় ডেস্কঃ খালেদা জিয়ার বিএনপি প্রধানের দায়িত্ব নেওয়ার ৩৪ বছর পূর্ণ হল বৃহস্পতিবার।
এই দিনে বিএনপি চেয়ারপারসনের রাজনীতিতে ভূমিকা বিশেষভাবে স্মরণ করলেন তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী।
বিকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের শুরুতে তিনি বলেন, “আজ ১০ মে। এই দিনে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী ও এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন সেই নেত্রীর বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্বপ্রাপ্তির ৩৪ বছর পূর্ণ হচ্ছে।
“১৯৮৪ সালের এই দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপি চেয়ারপারসন হিসেবে নির্বাচিত করে এবং তখন থেকে তিনি একটা নিরন্তর সংগ্রাম করে চলেছেন বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যে। আমরা এ দিনটিকে স্মরণ করছি।”
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ক্ষমতার পালাবদলের এক পর্যায়ে রাষ্ট্রক্ষমতায় আসেন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান। ১৯৭৮ সালে তার তত্ত্বাবধানেই বিএনপির প্রতিষ্ঠা হয়।রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল সেনা কর্মকর্তার হাতে নিহত হন জিয়াউর রহমান। এরপর দলের নেতা-কর্মীদের অনুরোধে রাজনীতিতে আসেন খালেদা জিয়া।
১৯৮৩ সালে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বিচারপতি আবদুস সাত্তার দায়িত্ব থেকে অবসর নিলে ১৯৮৪ সালে ১০ মে দলের চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া।
খালেদার নেতৃত্বে বিএনপি ১৯৯১ সাল ও ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। দুই দফায় বিরোধী দলের নেতা ছিলেন তিনি।
বর্তমানে তার কারাবন্দি দশায় দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “দুর্ভাগ্য জাতির জন্য, যিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব দিয়েছেন সেই নেত্রী আজ কারাগারে।
“আমরা অবিলম্বে গণতন্ত্রের নেত্রীকে মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।