লোকালয় ২৪

খালেদা জিয়ার কারাবরণ দেশবাসীর হৃদয়ে রক্তকরণ হচ্ছে: মেয়র জি কে গউছ

খালেদা জিয়ার কারাবরণ দেশবাসীর হৃদয়ে রক্তকরণ হচ্ছে: মেয়র জি কে গউছ

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- সরকারের দুঃশাসনে দেশবাসী আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই সরকারের পায়ের নিচে মাটি নেই। নিশ্চিত পরাজয় জেনেই আদালতকে ব্যবহার করে গাজিপুর সিটি নির্বাচন স্থগিত করেছে। এর আগে ঢাকা সিটি নির্বাচনও একইভাবে স্থগিত করেছে। কারণ এই সরকার জানে তাদের সকল জুলুম নির্যাতন আর দুঃশাসনের জবাব দেশবাসী ব্যালটের মাধ্যমেই দিবে। তাই সুষ্ঠ নির্বাচন দিতে সরকার ভয় পায়।

মেয়র বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি বয়স্ক এবং অসুস্থ্য। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন করতে গিয়ে তিনি আজ কারাগারে। বেগম খালেদা জিয়ার এই কারাবরণ দেশবাসীর হৃদয়ে রক্তকরণ হচ্ছে। শুধু একটি সুষ্ঠ নির্বাচনের অপেক্ষায় রয়েছে দেশবাসী। ব্যালট হাতে পেলেই সরকারের দুঃশাসনের জবাব দিবে দেশবাসী। তিনি অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে সু-চিকিৎসার দাবী জানান।

মেয়র জি কে গউছ বলেন- সারাদেশকে সরকার একটি কারাগারে পরিণত করেছে। এই সরকারের বিরুদ্ধে কথা বললেই মিথ্যা মামলা দিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করছে। কিন্তু এর শেষ পরিণতি খুব ভয়ংকর। তিনি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং মুক্তির দাবী জানান।

জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাচ্চু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, মুজিবুর রহমান, মর্তুজা আহমেদ রিপন, মতিউর রহমান, সৈয়দা লাভলী সুলতানা, সদর উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, শেখ মামুন, জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আবু ছালেক, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি, পৌর মৎস্যজীবি দলের সভাপতি তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইউসুফ আহমেদ, নুরজাহান বেগম, পৌর মহিলাদলের সভাপতি সুরাইয়া আক্তার খান রাখি, জাকির হোসেন রানা প্রমুখ।