সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
“খালেদা জিয়ার ওকালতনামায় সই নিতে বাধা দেওয়া হচ্ছে”

“খালেদা জিয়ার ওকালতনামায় সই নিতে বাধা দেওয়া হচ্ছে”

"খালেদা জিয়ার ওকালতনামায় সই নিতে বাধা দেওয়া হচ্ছে"
"খালেদা জিয়ার ওকালতনামায় সই নিতে বাধা দেওয়া হচ্ছে"

বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ওকালতনামায় সই নিতে কারা কর্তৃপক্ষ অসহযোগিতা করছে—এমন অভিযোগ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এর ফলে বিভিন্ন মামলার আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে সাজা দিয়ে খালেদা জিয়াকে বন্দি করার পর এখন তাঁর জামিন বিলম্ব করতে ওকালতনামায় স্বাক্ষর নিতে বাধা দিচ্ছে।’

খালেদা জিয়ার স্বাক্ষরযুক্ত ওকালতনামা সরবরাহ না করার বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল বৃহস্পতিবার হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে তাঁর স্বাক্ষরযুক্ত ওকালতনামা সরবরাহ করতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। বিকেলে খালেদা জিয়ার পক্ষে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

এর একদিন পর আজ শুক্রবার সকালে রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘বিএনপির চেয়ারপারসনকে জেলে বন্দি করার পর তাঁকে আরো চারটি মিথ্যা, সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অনেকবার চেষ্টা করেও আইনজীবীরা ওকালতনামায় খালেদা জিয়ার স্বাক্ষর নিতে পারেননি কারা কর্তৃপক্ষের অসহযোগিতায়। গত কয়েক দিনে বেশ কয়েকটি মামলার ওকালতনামায় খালেদা জিয়ার সই নিতে গিয়ে কারা কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে আইনজীবীরা ফিরে এসেছেন। এ জন্য এসব মামলায় আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।’

‘সরকার খালেদা জিয়ার মামলায় একের পর এক হস্তক্ষেপ করে যে নোংরা খেলা খেলছে, তা দেখে গোটা জাতি শুধু বিস্মিত নয়, ঘৃণায় ধিক্কার জানাচ্ছে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘খালেদা জিয়াকে বন্দি করে সরকার যে এক ভয়ানক ফন্দি আঁটছে, সেটা এখন দেশের মানুষের কাছে সুস্পষ্ট হয়ে উঠছে।’

‘আমাদের প্রধান কর্মসূচি হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি। আমরা সেটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। খালেদা জিয়াকে মুক্ত করে তাঁর নেতৃত্বে সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করব।’

খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন হবে না বলেও জানান রিজভী। তিনি বলেন, বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। সরকার তাঁকে বাইরে রেখে ভোটের যে ষড়যন্ত্র করছে, তা কখনো সফল হবে না।

রিজভী আরো বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে খালেদা জিয়ার নেতৃত্বে দেশে যে আন্দোলন গড়ে উঠেছে, তাতে ভীত হয়ে সরকার তাঁকে জেলে আটকে রেখেছে। কিন্তু আমরা সরকারকে বলতে চাই, জনগণ আন্দোলনের মাধ্যমে তাঁদের প্রিয় নেত্রীকে মুক্ত করে আনবে। আর খালেদা জিয়ার নেতৃত্বে অচিরেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।’

দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com