সংবাদ শিরোনাম :
খালেদার মামলা নিয়ে ষড়যন্ত্র : রিজভী

খালেদার মামলা নিয়ে ষড়যন্ত্র : রিজভী

খালেদার মামলা নিয়ে ষড়যন্ত্র : রিজভী
খালেদার মামলা নিয়ে ষড়যন্ত্র : রিজভী

লোকালয় ডেস্কঃ আগামী নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে নতুন নতুন নীলনকশা আঁটছে সরকার, দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি আরও মনে করেন, সেই অশুভ পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ আদালতকে সরাসরি ব্যবহার করছেন বলেই জনগণ বিশ্বাস করে।

৫ জুলাই, বৃহস্প‌তিবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে নয়াপল্ট‌নে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে এসব কথা বলেন রিজভী ।

রিজভী বলেন, ‘আ‌মি দলের পক্ষ থেকে সরকার ও সরকার প্রধানের এ ধরনের ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দেশনেত্রীর সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’

বিএনপির এই নেতা দাবি করেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের পর থেকে অবৈধ সরকার জন আতঙ্কে ভুগছে।

রিজভী বলেন, ‘সারা‌দেশব্যাপী বি‌ভিন্ন শিক্ষাপ্র‌তিষ্ঠা‌নে ছাত্রছাত্রীরা ছাত্রলী‌গ ও পু‌লি‌শের নির্যাতন ও নিপীড়‌নের শিকার হ‌চ্ছে, যেভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক ও উদ্বিগ্ন অভিভাবকদেরকে পুলিশি তাণ্ডবের শিকার হতে হয়েছে, যেভাবে শহীদ মিনারে ছাত্রলীগের হাতে ছাত্রীরা লাঞ্ছিত হয়েছে- ছাত্রলীগের এসব তাণ্ডবের লগি-বৈঠারই পুনরাবৃত্তি বলে দেশবাসী মনে করে।

স্বীকৃতিপ্রাপ্ত স্বৈরাচার শেখ হাসিনার আগ্রাসী থাবায় সারাদেশই এখন বধ্যভূমি। গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যা, গ্রেফতার, নির্যাতন ও দলীয় সন্ত্রাসীদের তাণ্ডবই হলো এখন শেখ হাসিনার টিকে থাকার অবলম্বন। অথচ গতকাল জাতীয় সংসদে শেখ হাসিনা শিক্ষার উন্নয়নের আষাঢ়ে গল্পের যে লম্বা ফিরিস্তি তুলে ধরেছেন, যার সঙ্গে বাস্তবতা অসামঞ্জস্যপূর্ণ। কারণ এই সরকার শিক্ষার কোনো উন্নয়ন করেনি বরং শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, নকলের উন্নয়ন হয়েছে, প্রশ্নফাঁসের উন্নয়ন হয়েছে, প্রশ্নপত্রের উত্তর না লিখেও পরীক্ষা দিলেই পাস করিয়ে দেওয়ার উন্নয়ন হয়েছে, শিক্ষাঙ্গনগুলোতে মেধাবীদের স্থান না দিয়ে দলীয় ক্যাডার নিয়োগ দিয়ে শিক্ষাব্যবস্থাকে নিম্নগামী করার উন্নয়ন হয়েছে, ছাত্রলীগের হাতে ছাত্রী লাঞ্ছনার উন্নয়ন হয়েছে। চানক্য ও মেকিয়াভ্যেলির নীতিই হচ্ছে প্রধানমন্ত্রীর নীতি, তার কাছে ন্যায়-অন্যায়-আইন-বিবেক ইত্যাদির কোনো স্থান নেই।’

রিজভী আরও ব‌লেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের সঙ্গে গতকাল প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। সেখানে তিনি তাদেরকে কি সবক দিয়েছে তা আল্লাহ মাবুদই জানেন। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনরত সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে রক্তাক্ত করার বীরত্বে তাদেরকে একইভাবে আগামী নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে নির্দেশ দিয়েছেন বলে মনে হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে হামলাকারী ছাত্রলীগ নেতাদের উক্ত বৈঠক নতুন করে প্রতিবাদকারীদের রক্ত ঝরাতে তাদের আরও উৎসাহিত করবে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী ব‌লেন, ‘কোটা সংস্কার বিষয়ে প্রতারণা ছেড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সমাধানের দিকে অগ্রসর হন। অবিলম্বে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ ক্যাডারদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন।’

এসময় তি‌নি জানান, খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির উদ্যোগে ৫ জুলাইয়ের প্রতিবাদ সমাবেশটি আগামী ৭ জুলাই ২০১৮, শনিবার বেলা ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com