লোকালয় ২৪

খালেদাকে কেরানীগঞ্জের কারাগারে নেয়া হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদাকে কেরানীগঞ্জের কারাগারে নেয়া হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার বিকেলে সাভারের আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে (বৌদ্ধ বিহারে) এক সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগার অনেক পুরনো এবং ঝুঁকিপূর্ণ। তাছাড়া এই কারাগার সরকার জাদুঘর হিসেবে রূপান্তরের কাজ হাতে নিয়েছে। যে কারণে কারাবন্দি হিসেবে খালেদা জিয়াকে কেরানীগঞ্জে স্থানান্তরের কথা ভাবছে সরকার।

প্রয়োজনে যে কোনো সময় সিদ্ধান্তের বাস্তবায়ন করা হতে পারে বলেও ধারণা দেন মন্ত্রী।

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, দেশে আর কোনো জঙ্গি বা সন্ত্রাসী মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।

শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশ পাঠানো হচ্ছে- এমন গুঞ্জনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির তরফ থেকে এখনো পর্যন্ত এ ধরনের প্রস্তাব সরকারের কাছে আসেনি। এ ছাড়া খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে রয়েছেন। তাকে প্যারোলে মুক্তি পেতে হলেও আদালতের মাধ্যমে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিক, জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান প্রমুখ।