লোকালয় বিচিত্র : খানিকটা মাটি খুঁড়তেই – রাস্তা মেরামতের কাজ চলছিল৷ বেশ খানিকটা মাটি খুঁড়তেই ধাতব কিছু একটা রয়েছে, বুঝতে পারেন সকলে৷ আর একটু খুঁড়তেই পরিষ্কার হল ধাতব শব্দটা আসলে কিসের৷ একটি ঘড়া৷ তার মধ্যে থেকে বেরচ্ছে একের পর এক সোনার মোহর৷ ঘটনাটি ভারতের ছত্তিশগড়ের কোন্ডাগাঁও জেলার৷ পরীক্ষা করে দেখা যায়, কয়েনগুলি দ্বাদশ শতকের৷
জেলাশাসক নীলকান্ত টেকম জানিয়েছেন, মোট ৫৭টি সোনার কয়েন, একটি রুপোর কয়েন ও একটি সোনার কানের দুল উদ্ধার হয়েছে মাটির নীচে৷ এক মহিলা শ্রমিক ওই সোনার মোহর ভর্তি ঘড়াটি দেখতে পান৷ গ্রামবাসীদের জানান৷ পরে পুলিশ এসে ওই ঘড়া তুলে দেয় রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগের হাতে৷
প্রাথমিক পরীক্ষায় অনুমান করা হচ্ছে, কয়েনগুলি যাদব রাজাদের সময়ের৷ দ্বাদশ শতক ও ত্রয়োদশ শতকের মাঝামাঝি৷ যাদব রাজ্য দন্ডকারণ্য পর্যন্ত বিস্তৃত ছিল৷ বর্তমানে ছত্তিশগড়৷