সৈকত হাসান, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদ থেকে নুরুল আজমকে বহিষ্কার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠি ও সুশীল সমাজ। শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ৫ দফা দাবী সম্মলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করে নেতৃবৃন্দরা।
মানববন্ধন থেকে নেতৃবৃন্দরা দাবী তুলেন, দ্রুত সময়ের মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদ থেকে নুরুল আজমকে বহিষ্কার করে একজন নারীকে নিয়ে সামাজিক ভাবে হেয় করার উদ্দেশ্য কু-রুচিপূর্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজ বুকে পোষ্ট করার বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের দাবী জানান।
এ সময় তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সুজেস চাকমা, সদর উপজেলা কমিটির সম্পাদক পরিতোষ ত্রিপুরা,শিল্পী আবুল কাশেম,ফারুক,পলাশ প্রমূখ।
মানববন্ধন থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে নুরুল আজমকে গ্রেপ্তার, সাংবাদিক দম্পতির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার,এ্যামিলি দেওয়ান ও তার পরিবারের নিরাপত্তা প্রদানসহ ৫ দফা দাবী জানিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষনা দেয় নেতৃবৃন্দরা।
Leave a Reply