খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের গাজীনগর এলাকায় বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এক বিজিবি সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪০ বিজিবি ব্যাটালিয়নের একজন সদস্য রয়েছেন। তার নাম শাওন বলে জানা গেছে। নিহত অপর তিনজন হলেন- মাটিরাঙ্গার বটতলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাহাব মিয়া ও তার দুই পুত্র আহমদ হোসেন ও আলী আকবর। এ ঘটনায় আরো বেশ কয়জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন বলে জানা গেছে।
খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ শাখার নির্ভরযোগ্য সূত্র তাৎক্ষণিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করলেও সহিংসতার কারণ জানাতে পারেননি। তবে বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবির বাধার মুখে সৃষ্ট কথা কাটাকাটির সূত্র ধরে সংঘটিত সহিংসতায় নিহতরা সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে পুলিশের সূত্রটি স্বীকার করেছেন।
পুলিশসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন। মাটিরাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে বলে জানা গেছে।