সৈকত হাসান, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকালে খাগড়াছড়ির টাউন হল থেকে বেলুন উড়িয়ে শিক্ষা সপ্তাহের উদ্বোধন শেষে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব মিলনায়তনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান খগেশর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিক্ষা ও আইসিটি মুহাম্মদ আবুল হাশেম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার-ফাতেমা মেহের ইয়াসমিন প্রমূখ।
এ সময় প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, জাতি গঠনে সু-শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে শিক্ষাখাতে কোনো ধরনের দূর্নীতি ও অনিয়ম মেনে নেওয়া হবে না বলেও হুশিয়ারী জানান তিনি।