বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা বিজয়। এ অভিনেতাকে নিয়ে তামিল সিনেমার পরিচালক অ্যাটলি কুমার নির্মাণ করছেন ‘থালাপাতি ৬৩’। এর আগে গুঞ্জন শোনা যায়, সিনেমাটিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। এবার শোনা যাচ্ছে, ক্যামিও নয় সিনেমাটির প্রধান খল চরিত্রে অভিনয় করবেন শাহরুখ।
সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘‘থালাপাতি ৬৩’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান। তিনি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন না। বরং সিনেমাটির প্রধান খল অভিনেতা তিনি। যাকে সিনেমাটির ক্লাইম্যাক্সের সময় দেখা যাবে। এতে ১৫ মিনিটের মতো বিজয়ের সঙ্গে মারামারি করতে দেখা যাবে তাকে।’’
সূত্রটি আরো বলেন, ‘পরিচালক কেন্দ্রীয় এ চরিত্রের জন্য বলিউডের একজন পরিচিত মুখ নিতে চাচ্ছিলেন। তারপর শাহরুখ খানকে প্রস্তাব দেওয়া হলে তিনি রাজি হয়ে যান। এর আরো চার-পাঁচ দিনের শুটিং হবে। চেন্নাই কিংবা মুম্বাইতে তা করা যায় কিনা তার পরিকল্পনা করছেন নির্মাতারা।’
সব কিছু ঠিক থাকলে এ সিনেমার মাধ্যমে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবেন শাহরুখ খান। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বিজয়, নয়নতারা, বিবেক, যোগী বাবু প্রমুখ। আগামী ২৭ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।