লোকালয় ডেস্কঃ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ছয় বছর কারাগারে থাকা অবস্থায় চিকিৎসা তো দূরের কথা ডাক্তারের চেহারাও দেখিনি আমি। অথচ খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন, সঙ্গে কাজের মেয়েও পেয়েছেন। খলেদা জিয়া চেয়েছিলেন আমি কারাগারেই মারা যাই। কিন্তু মহান আল্লাহ তায়ালা আমাকে বাঁচিয়ে রেখেছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে রংপুর সার্কিট হাউজে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান সেনাপ্রধান ছিলেন। একজন সাবেক সেনাপ্রধানের স্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার উচিত সিএমএইচে চিকিৎসা নেয়া। কিন্তু উনি গোঁ ধরে বসে আছেন তার ইচ্ছে অনুযায়ী চিকিৎসা নেবেন। এটা কখনোই হতে পারে না। তার চিকিৎসা নিয়ে যেসব নাটক মঞ্চস্থ হচ্ছে তার অবসান হওয়া উচিত।
এ সময় উপস্থিত ছিলেন, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী এমপি, রংপুর জেলা সেক্রেটারি ফখরউজ্জামান জাহাঙ্গীর প্রমুখ।
Leave a Reply