লোকালয় ২৪

ক্ষেপে গিয়ে ওয়াহাব রিয়াজকে বাদ দিলেন মিকি আর্থার

ক্ষেপে গিয়ে ওয়াহাব রিয়াজকে বাদ দিলেন মিকি আর্থার

খেলাধুলা ডেস্কঃ কোচের কাজ ক্রিকেটারদের ভুল শুধরে দেওয়া ও তাদের আগলে রাখা। কিন্তু কোচই যখন কোনো ক্রিকেটারের ওপর ক্ষেপে যান তার প্রভাব শুধু সেই ক্রিকেটার নয় পুরো দলের ওপরই পড়ে। যেমনটা পাকিস্তান ক্রিকেটে ঘটেছে। পেসার ওয়াহাব রিয়াজের ওপর কোচ মিকি আর্থারের ক্ষেপে যাওয়া এখন পাকিস্তান ক্রিকেটের আলোচনার কেন্দ্রে।

রিয়াজের ওপর কোচের রাগ এতটাই বেশি যে দলের অনুশীলন ক্যাম্পের সম্ভাব্য ২৫ জনের তালিকায়ও এই পেসারকে রাখেননি। কী এমন হয়েছে যে এতটা ক্ষেপে গেছেন কোচ, এমন প্রশ্নে বেশ উত্তাপ নিয়েই আর্থার বলেন, ‘গত দুই বছরে পাকিস্তান দলকে কোনো ম্যাচ জেতাতে পারেননি ওয়াহাব।’

অভিজ্ঞ এই পেসারকে বাদ দেওয়ার কারণ হিসেবে আর্থার বলেন, ‘আমি আশা করি, যেসব খেলোয়াড় দীর্ঘদিন দলের সঙ্গে আছে, তারা একটা মান তৈরি করবে। সেটা না পারলে আমরা তরুণদের সুযোগ দেব, যাদের ভবিষ্যত আছে। আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে। ওয়াহাবকে বাদ দেওয়া বড় একটা সিদ্ধান্ত ছিল। তবে আমাদের বছর, দেশ আর কন্ডিশন চিন্তা করে দল নির্বাচন করতে হয়েছে।’

ফিটনেস টেস্টে ওয়াহাবের ১৭.৪। এটাকে ক্রিকেটের বইয়ে পাস মার্ক হিসেবেই দেখা হয়। কিন্তু আর্থার পুরানো পেসারদের জন্য স্কোর বাড়িয়ে করে দিয়েছেন ১৯। নতুনদের দিয়েছেন কিছুটা ছাড়। তবে জাতীয় দলে আসা নতুন মুখ  শাহিন শাহ আফ্রিদি অবশ্য ১৮ স্কোর করে অনেককে তাক লাগিয়ে দিয়েছেন।

রিয়াজও ছেড়ে দেওয়ার পাত্র নন।  জবাবও দিয়েছেন। ওয়াহাব বলেন, ‘আপনি যদি আমার ঘরোয়া ক্রিকেট বা সর্বশেষ টেস্টের পারফরম্যান্স দেখেন, তাহলে দেখবেন আমি ভালো করেছি। একজন খেলোয়াড় হিসেবে দলে জায়গা করতে আমার পক্ষে যা যা করা সম্ভব, সবই করেছি আমি। আর যদি উইকেট শিকারের কথা বলেন, সেখানে তো শীর্ষেই থাকবে আমার নাম।’