আন্তর্জাতিক ডেস্ক : সরকারি জমি কম দামে একটি স্কুলের কাছে বিক্রিতে স্ত্রীর প্রভাব বিস্তাবের অভিযোগ ওঠায় ক্ষমা চেয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। রোববার দলের বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে জাপানের জনগণের কাছে এ ক্ষমা প্রার্থণা করেন তিনি।
গত বছরের ফেব্রুয়ারিতে আবের স্ত্রী একিই’র বিরুদ্ধে সরকারি জমি বিক্রির নথি নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সম্প্রতি তাদের প্রতিবেদনে জানিয়েছে, একিই একটি প্রাইমারি স্কুলের মালিককে কম দামে জমি পেতে সাহায্য করেছিলেন। বিষয়টি প্রকাশ হওয়ার পর আবের পদত্যাগের দাবি উঠতে থাকে। রোববার দলের বার্ষিক সম্মেলনে আবে যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন সম্মেলন কেন্দ্রের বাইরে বিক্ষুব্ধরা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছিল।
আবে বলেছেন, ‘এই সমস্যাটি প্রশাসনের ওপর জনগণের আস্থাকে নাড়া দিয়েছে। সরকার প্রধান হিসেবে আমি কড়জোরে এর দায় নিচ্ছি এবং জনগণের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থণা করছি।’
আবে এ সময় এই অভিযোগের বিষয়টি আরো সুষ্পষ্ট তদন্তের প্রতিশ্রুতি দেন। তবে তিনি এ সময় পদত্যাগের কোনো ইঙ্গিত দেননি।
Leave a Reply