লোকালয় ২৪

ক্ষমতা আমার কাছে ভোগের বস্তু নয় : প্রধানমন্ত্রী

লোকালয় ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা আমার কাছে ভোগের কোনো বস্তু নয়। মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আজীবন তাদের কল্যাণে কাজ করে যেতে চায়।

আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে ৭ মার্চ ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা মানুষের ভাগ্য পরিবর্তন করতে কাজ করছি। দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছি। জনগণকে উন্নত জীবন দেব, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করবো। রাজনৈতিক নেতা হিসেবে এটা আমাদের অঙ্গীকার। আর এই অঙ্গীকার আমাদের পূরণ করতে হবে।

তিনি আরও বলেন, ‘ক্ষমতা আমার কাছে কোনো ভোগের বস্তু না, ক্ষমতা হচ্ছে দায়িত্ব পালন। কাজেই সেই দায়িত্বটাই পালন করতে চাই। আমি সব সময় মনে রাখি যে আমার বাবা দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, তাই জনগণের সেবা করাটা আমার প্রথম কর্তব্য।’

তিনি  বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমরা তো বাইরের দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর একটু হলেও রাখি। আমার জানা মতে বাংলাদেশে যেভাবে পাবলিক বিশ্ববিদ্যালয় খরচ সরকার বহন করে, পৃথিবীর অন্য কোনো দেশে এমনটা বহন করা হয় না। এই বিষয়টা শিক্ষার্থীদের মাথায় রাখতে হবে।

এ সময় ঢাবি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘সকলকেই নিয়ম মানতে হবে। উশৃঙ্খল হওয়া যাবে না।’