নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যালয়ের ক্লাস ক্যাপ্টেন হতে না পারায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মুমতিয়া ফারিয়া প্রমি (১১) আত্মহত্যা করেছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।
প্রমি উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোশাহিদ মিয়ার মেয়ে ও বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ছিল সোমবার। এ নির্বাচনে প্রমি হেরে যায়। এরপর লজ্জায় সে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
বাদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান জানান, ঘটনাটি সত্যি অবিশ্বাস্য। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে বিজয়ী না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেওয়ার বিষয়টি দুঃখজনক।
এদিকে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা শোক প্রকাশ করে ফেসবুকে তার ছবি সম্বলিত শোক বার্তা অাপলোড করেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।