লোকালয় ২৪

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা

লোকালয় ডেস্কঃ নিউ জিল্যান্ডে মসজিদে গুলিবর্ষণের ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক ও নিন্দা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী অফিসের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ শুক্রবার (১৫ মার্চ) ক্রাইস্টচার্চের হাগলি ওভালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামার কথা ছিল সে দেশে অবস্থানকারী বাংলাদেশ ক্রিটেট টিমের। হ্যাগলি ওভালের খুব কাছের একটি মসজিদে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়েছে। অনুশীলন শেষ করে ওই মসজিদে জুমার নামাজ আদায়ে যান বাংলাদেশের খেলোয়াড়রা।

মসজিদে খেলোয়াড়দের প্রবেশের আগ মুহূর্তে স্থানীয় এক নারী তাদের ভেতরে ঢুকতে নিষেধ করেন। মসজিদে সন্ত্রাসী হামলার কথা জানান তিনি। ফলে আতঙ্কিত হয়ে আবারো স্টেডিয়ামে ফিরে যান খেলোয়াড়রা।

নিউ জিল্যান্ডের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মসজিদে হামলায় ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।