বিনোদন ডেস্ক : দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা-‘হইচই আনলিমিটেড’। বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে এটি। এরই মধ্যে পরবর্তী সিনেমা নিয়ে পরিকল্পনা শুরু করেছেন এই চিত্রনায়ক।
নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন রাজা চন্দ। প্রথমে সিনেমাটির নায়িকা হিসেবে নির্বাচন করা হয়েছিল কোয়েল মল্লিককে। কিন্তু কোয়েলের পরিবর্তে এখন এতে অভিনয় করবেন রুক্মিনি মৈত্র। যদিও নায়িকা বদলের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নির্মাতারা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টলিউডের ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন রুক্মিনি মৈত্র। এতে দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এরপর ‘ককপিট’ ও ‘কবীর’ সিনেমাতেও জুটিবদ্ধ হন দেব-রুক্মিনি। অভিনয়ের পাশাপাশি এসব সিনেমা প্রযোজনাও করেন দেব। ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে রয়েছেন দেব-রুক্মিনি। এ অভিনেত্রীর সঙ্গে দীর্ঘ ছয় বছর ধরে প্রেম করছেন বলেও জানিয়েছেন দেব।