লোকালয় ২৪

কোরআনের বাণী

মানুষ আল্লাহর মুখাপেক্ষী

ইরশাদ হয়েছে, ‘বস্তুত মানুষ সীমা লঙ্ঘন করেই থাকে। কেননা সে নিজেকে অভাবমুক্ত মনে করে।’ (সুরা আলাক, আয়াত ৬-৭)

 

নামাজে বাধা দিয়ো না

ইরশাদ হয়েছে, ‘তুমি কি দেখেছ তাকে যে বাধা দেয় এক বান্দাকে, যখন সে নামাজ আদায় করে।’ (সুরা আলাক, আয়াত ৯-১০)

 

পাপ থেকে বিরত থাকো

ইরশাদ হয়েছে, ‘সাবধান, সে যদি (পাপ থেকে) বিরত না হয় তাহলে আমি অবশ্যই তাকে হেঁচড়িয়ে নিয়ে যাব মাথার সামনের ভাগের কেশগুচ্ছ ধরে, মিথ্যাচারী পাপিষ্ঠের কেশগুচ্ছ।’ (সুরা আলাক, আয়াত ১৫)

 

কোরআন অবতীর্ণ হয় মর্যাদাপূর্ণ রাতে

ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। আর মহিমান্বিত রাত সম্পর্কে আপনি কি জানেন? মহিমান্বির রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ।’ (সুরা কদর, আয়াত ১-৩)

 

ফেরেশতারা আল্লাহর নির্দেশে কাজ করেন

ইরশাদ হয়েছে, ‘সে রাতে ফেরেশতারা ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে।’ (সুরা কদর, আয়াত ৪