লোকালয় ২৪

কোভ্যাক্সের আওতায় যুক্তরাজ্য থেকে এসেছে ৪০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা

কোভ্যাক্সের আওতায় যুক্তরাজ্য থেকে ৪০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দেশে এসেছে।

বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সোমবার এক টুইটে এ তথ্য জানিয়েছেন।

টুইটে তিনি বলেন, ‘যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা ৪ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকাকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। এটি দুই দেশের মৈত্রীর এক শক্তিশালী নিদর্শন।’

‘কোভ্যাক্সের আওতায় আমাদের এ সহায়তা মানুষের জীবন বাঁচাবে এবং এ মহামারিকে দ্রুত থামিয়ে দিতে সহায়তা করবে,’ বলেন তিনি।