আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের হেগ শহরের একটি কমিউনিটি সেন্টারে প্রতিদিনের মতো ইফতারের আয়োজন চলছে। হঠাৎ সবাই লক্ষ্য করলেন তাদের মাঝে নেদারল্যান্ডসের রাজাকে দেখতে পাচ্ছেন! অনেকেই চমকে উঠলেন! হ্যাঁ, এ তো দেশের রাজা-ই।
এভাবে কোন ঘোষণা ছাড়াই ইফতার মাহফিলে যোগ দিয়ে উপস্থিত সবাইকে চমকে দিয়েছেন নেদারল্যান্ডসের রাজা উইলেম অ্যালেক্সজান্ডার। হেগ শহরের ট্র্যান্সভালে এক কমিউনিটি সেন্টারে গত ১৬ মে আয়োজিত ওই ইফতার মাহফিলে তিনি হঠাৎ উপস্থিত হন।
নেদারল্যান্ডস টাইমস জানিয়েছে, ইফতার অনুষ্ঠানটিতে রাজার আগমনের বিষয়টি সবার কাছে গোপন রাখা হয়। সবাই যেন ইফতার মাহফিল রেখে তাকে নিয়ে ব্যতিব্যস্ত না হয় এবং কেউ যেন অস্বস্তি বোধ না করে, এ জন্য তার আগমনের বিষয়টি প্রথমে কাউকে জানানো হয়নি।
রাজা একে একে চারটি টেবিলে গিয়ে রোজাদারদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে ইফতার করেন।
ইফতার অনুষ্ঠানে যোগ দেয়া তরুণ নাদির আব্দেল মৌমেন যখন রোজা ভাঙতে যাবেন, ঠিক তখনই রাজাকে তার পাশে বসতে দেখে চমকে যান।
তিনি বলেন, আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না আসলে কী ঘটছে এখানে। বিস্ময়ে হতবাক হয়ে পড়ি। কথোপকথনের কোনো বিষয় খুঁজে পাচ্ছিলাম না। বুঝতে পারছিলাম না রাজনীতি নাকি অন্য কিছু নিয়ে কথা বলব।
অবশেষে রাজা তাকে বললেন, এটাই তার জীবনে প্রথম ইফতার। সবার সঙ্গেই কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলেন রাজা।