লোকালয় ডেস্কঃ পাঁচ বছর ধরে নিয়মিত লটারির টিকেট কিনেন সুহাস কাদম। সবজি বিক্রেতা এই ব্যক্তি টানাটানির সংসারে লটারির টিকেট কিনে ভাগ্য পরিবর্তনের জন্য মুখিয়ে থাকতেন। কিন্তু প্রিয় সেই লটারির একটি টিকেট কিনেই বিপাকে পড়তে হয়েছে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম এবেলায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সুহাসের বাড়ি মহারাষ্ট্র রাজ্যের নালাসোপাড়াতে। লটারির টিকেট কিনে তিনি এক কোটি রুপি জিতেছেন বলে কিছুদিন আগে একটি খবর আসে।এরপরই সংশ্লিষ্ট লটারি সংস্থার অফিসে যান তিনি। কিন্তু সেখানে গিয়েই হতবাক হয়ে যান সুহাস।
অফিসে গিয়ে সুহাস দেখেন, একই লটারির টিকেট নিয়ে ওই অফিস এসেছেন আরও তিনজন। পরে লটারি সংস্থার পক্ষ থেকে প্রত্যেকটি টিকেট যাচাই করা হয়। যাচাইয়ের মাধ্যমে তিনজনের মধ্যে একজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কিন্তু সেই অর্থ পাননি সুহাস। এ নিয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই লটারির টিকেটটি জাল ছিল। এ বিষয়ে তারা তদন্ত শুরু করেছে।
সংশ্লিষ্ট লটারি সংস্থা জানিয়েছে, রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানের পর্যবেক্ষণে কড়া নিরাপত্তায় লটারির টিকেট তৈরি হয়। কিন্তু মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় লটারির জাল টিকেটও বিক্রি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ তাদের।
Leave a Reply