লোকালয় ডেস্কঃ কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ডাকা ধর্মঘটের মধ্যে সোমবার সকালে ষোলশহর রেল স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে দেয় আন্দোলনকারীরা।
ষোলশহর রেল স্টেশনের মাস্টার মো. শাহাবউদ্দিন জানান, “আন্দোলকারী কিছু শিক্ষার্থী ক্যাম্পাসগামী প্রথম শাটল ট্রেন আটকে দিয়েছে। দ্বিতীয় শাটল ট্রেন বটতলী রেল স্টেশন থেকে এখনও ছাড়েনি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে সরকারি চাকরি থেকে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেওয়ার পর এক মাস পেরিয়ে গেলেও গেজেট জারি ন হওয়ায় এ ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনকারীরা।
তারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তারা সোমবার সকাল থেকে ধর্মঘট পালন করছেন।
বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত; এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ কোটার পরিমাণ ১০ শতাংশে কমিয়ে আনার দাবি তুলেছিল। কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণের দাবিও জানিয়েছিল তারা।
ওই আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ এপ্রিল সংসদে বরেন, কোনো কোটাই আর থাকবে না।
এরপরও কোটা বাতিলের প্রজ্ঞাপণ না হওয়ায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সমাবেশ থেকে সোমবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেন।