লোকালয় ডেস্কঃ কেনিয়ার যাত্রীবাহী একটি বাস রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে গিয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
বুধবার সকালে রাজধানী নাইরোবি থেকে পশ্চিমাঞ্চলীয় কিসুমু যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ, খবর বিবিসির।
প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বাসটি উল্টে যাওয়ার পর অনেকের মৃত্যু হয়েছে।
আহত অনেক যাত্রী দুর্ঘটনায় পড়া বাসটির মধ্যে আটকা পড়ে আছেন বলে ধারণা পুলিশের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।
বাসটির ছাদ খুলে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, একটি দুর্ঘটনাপ্রবণ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ঢাল দিয়ে গড়িয়ে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসটিতে ৫২ জন যাত্রী ছিল বলে জানিয়েছে তারা।
কেনিয়ার স্থানীয় কিছু গণমাধ্যম নিহতের সংখ্যা ৪২ বলে জানিয়েছে।
সড়ক দুর্ঘটনার জন্য কেনিয়ার কুখ্যাতি আছে। নিরাপদ সড়ক বিবেচনায় বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে কেনিয়া অন্যতম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ।
গত ডিসেম্বরে নাইরোবিমুখি একটি বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষে ৩৬ জন নিহত