কুড়িগ্রামে পানিবন্দী ৬০ হাজার পরিবার

কুড়িগ্রামে পানিবন্দী ৬০ হাজার পরিবার

কুড়িগ্রামে পানিবন্দী ৬০ হাজার পরিবার
কুড়িগ্রামে পানিবন্দী ৬০ হাজার পরিবার

লোকালয় ডেস্কঃ কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ধরলা নদীর পানি কমলেও এখনো বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

এদিকে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এসব নদীর অববাহিকায় ৩০টি ইউনিয়নের শতাধিক চর গ্রাম ও দ্বীপচর প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৬০ হাজার পরিবার।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রে ১২ ও দুধকুমারে ৩ সেন্টিমিটার পানি বেড়েছে।

কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও উলিপুর উপজেলায় নতুন করে আরও ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানির নিচে চলে যাওয়ায় আমনের বীজতলা, ভুট্রা, কলাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সদর উপজেলার হলোখানার সারোডোব এলাকায় কুড়িগ্রাম-ফুলবাড়ী সড়কটি ভেঙে যাবার উপক্রম হয়েছে। ঘরের ভেতর উঁচু মাচা করে অনেক বন্যার্ত আশ্রয় নিলেও অনেকেই উঁচু স্থান ও বাঁধে আশ্রয় নিয়েছেন। জেলা ত্রাণ ও পুণর্বাসন অফিস জানিয়েছে, জেলায় ৪২৮টি স্কুলসহ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com