লোকালয় ২৪

কুড়িগ্রামে জেলেদের জালে ৪১.৭ কেজি ওজনের বাঘাআইর মাছ

কুড়িগ্রামে জেলেদের জালে ৪১.৭ কেজি ওজনের বাঘাআইর মাছ

ষ্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমর নদে জেলেদের জালে ৪১.৭ কেজি ওজনের একটি বাঘাআইর মাছ আটকা পড়েছে।

রোববার ভোরে দুধকুমর নদের সোনাহাট ব্রীজের কাছে রফিকুল ইসলাম নামক এক জেলের জালে মাছটি আটকা পড়ে। মাছটি আটকের পর জাল তীরে তুলতে না পারায় জেলেরা স্থানীয় লোকজনের সহায়তায় মাছটি উপরে তোলে। পরে স্থানীয় লোকজনের কাছে মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি করা।

রফিকুল ইসলাম বড় মাছ ধরতে পারায় সে ভীষণ খুশি। সে জানায়, মাছ ধরার জীবনে এই প্রথম এতো বড় বাঘাআইর মাছ আমার জালে পড়েছে।

উপজেলা মৎস্য অফিসার ফারাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি জানার পরেও পরীক্ষায় দায়িত্ব পালনের কারনে মাছটি দেখতে পারিনি।

এলাকাবাসী অনেকেই মাছটি কিনতে পেরে খুশি হয়েছে। আর যারা কিনতে পারেননি তারা মাছ দেখেই ভীষন খুশি হয়েছেন।

এলাকাবাসীরা বলছেন দুধকুমর নদে এই শুকনো মৌসুমে এতো বড় মাছ জেলেদের জালে ধরা পড়বে তা আশ্চার্য জনক।