লোকালয় ২৪

কুষ্টিয়ায় হারবাল ঔষধ খেয়ে এক শিশু নিহত, আহত-২

কুষ্টিয়ায় হারবাল ঔষধ খেয়ে এক শিশু নিহত, আহত-২

সিনিয়র করেসপন্ডেন্ট, কুষ্টিয়া :  কুষ্টিয়ায় হারবাল ঔষধ খেয়ে মোছাঃ শামিমা খাতুন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ১০ টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা গ্রামে এই ঘটনা ঘটে।

শামিমা খাতুন ওই গ্রামের নবাব আলীর মেয়ে। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা গ্রামের একই পরিবারের ৩জন মেরীগোল্ড নামের হারবার ঔষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে ২জনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এসময় জরুরি বিভাগের ডা. মিজানুর রহমান শিশু শামিমাকে মৃত ঘোষনা করেন এবং শামিমার বাবা নবাব আলীকে কুষ্টিয়ায় রেফার্ড করেন।

ডা. মিজানুর রহমান ঘটনাটির সতত্যা স্বীকার করেছেন। অন্যদিকে শামিমার পরিবারের আরেক সদস্যকে সরাসরি কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার আবস্থাও আশংকাজনক।