কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূ মিলি আক্তার হত্যা মামলায় স্বামী তরিকুল ইসলামকে (৩৬) ফাঁসির আদেশ ও অর্থদন্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার কুষ্টিয়ার জেলা দায়রা ও জজ আদালত (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল) এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল পিপি আকরাম হোসেন দুলাল জানান, ১৯৯৮ সালে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমান হাবিবের মেয়ে মিলি আক্তারের সঙ্গে পাশের গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে তরিকুল ইসলামের বিয়ে হয়।

বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তরিকুল ও তার পরিবার মিলির ওপর নির্যাতন চালাত। যৌতুকের টাকা না দিতে পারায় কয়েকদফায় শ্বশুরবাড়ির লোক তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়।

সর্বশেষ ২০০৯ সালে ৬ জুলাই বাপের বাড়িতে থাকা অবস্থায় বাড়ি থেকে ডেকে এনে স্বামী তরিকুল ও তার পরিবারের লোকজন মিলিকে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার দিন ভেড়ামারা গৃহবধূর ভাই জাহাঙ্গীর ইসলাম বাদি হয়ে একটি হত্যামামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক আসামির অনুপস্থিতিতে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com