কুষ্টিয়ায় নোংরা পরিবেশে গুড় তৈরি, ২ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় নোংরা পরিবেশে গুড় তৈরি, ২ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় নোংরা পরিবেশে গুড় তৈরি, ২ লাখ টাকা জরিমানা
কুষ্টিয়ায় নোংরা পরিবেশে গুড় তৈরি, ২ লাখ টাকা জরিমানা

লোকালয় ডেস্কঃ কুষ্টিয়ার খোকসায় নোংরা পরিবেশে গুড় তৈরির জন্য একটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (২৫ মে) দুপুরে খোকসা উপজেলার দিলীপ ট্রেডার্সের গুড় তৈরির কারখানায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, শনিবার খোকসা উপজেলার দিলীপ ট্রেডার্সের মালিক রাজকুমার বিশ্বাসের কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অপরিষ্কার পরিবেশে গুড় তৈরি এবং গুড়ের মধ্যে টিকটিকি, তেলাপোকা, কেন্নো, পোকামাকড় ও মাছি ছাড়াও খাওয়ার অযোগ্য ফিটকিরি ও চিটাগুড় পাওয়া যায়। এসব কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় হয়েছে। এ সময় প্রায় ১৫ মণ ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে।

অভিযানের সময় জেলা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com