লোকালয় ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নের কালিটি চা বাগান এলাকা থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক মো. রিয়াদুল ইসলাম।
শান্তি অলমিক (১৬) নামের ওই কিশোরী একই চা বাগানের চা শ্রমিক গোপাল অলমিকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শান্তির ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
চা শ্রমিক গোপাল অলমিক বলেন, ‘রাতে বাড়ি এসে খাওয়া-দাওয়া করে বাপ- মেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে খবর পাই, মেয়ের লাশ গাছে ঝুলছে।’
তার দাবি, ‘শান্তি আত্নহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।’
কুলাউড়া থানার সহকারী উপ পরিদর্শক মো. রিয়াদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।