নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে বৈঠককালে জামায়াতের নয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন থানার এসআই শরীফুল ইসলাম।
আটকরা হলেন- উপজেলার কাশিনগর ইউনিয়নের সাতবাড়িয়া দাতামার মরহুম আলতাফ আলীর ছেলে আকতারুজ্জামান (৬৩), আনু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩৫), আনছার আলীর ছেলে মোতাহের হোসেন (৩৫), জামাল উদ্দিন (৪০), মরহুম বজলুর রহমানের ছেলে আনিছুল হক (৫৮), ফজলে আলীর ছেলে হাজী ফজর আলী (৭০), বলহরা গ্রামের মরহুম আবদুল লতিফের ছেলে আবদুল হাই (৩৫), গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের আলম ভুঁইয়ার ছেলে রুবেল (৩৬) ও কোতয়ালীর অশোকতলার লিয়াকত আলীর ছেলে কবির হোসেন (৩৪)।
মামলায় পুলিশ দাবি করে, দেশের শান্ত পরিস্থিতিকে অশান্ত করতে জামায়াতের লোকজন শুক্রবার গোপন বৈঠক করছিল, এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াতের নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের দুই সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে নয় নেতা-কর্মীকে আটক করা হয়। এছাড়া একটি প্রাইভেটকার জব্দ করা হয়। ইউএনবি।