লোকালয় ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা মেরে আটজনকে হত্যার মামলায় হাই কোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদনটি জমা দেওয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আলী আকবর গত ৪ ফেব্রুয়ারি এ মামলায় খালেদার জামিন আবেদন নামঞ্জুর করে দেন। সেই সঙ্গে এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ঠিক করে দেন।
আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, “জুডিশিয়ারিতে সরকারের অবৈধ হস্তক্ষেপের কারণে আমরা উনার জামিন শুনানি করতে পারি নাই। সরকার জুডিশিয়ারিকে ব্যবহার করে বিএনপির চেয়ারপারসনের জামিন প্রক্রিয়াকে বিলম্বিত করছে।”
আগামী সোম বা মঙ্গলবার হাই কোর্টে জামিন আবেদনের শুনানি হতে পারে জানিয়ে কায়সার কামাল বলেন, “কুমিল্লার আদালতে ৪ ফেব্রুয়ারি জামিন নামঞ্জুর হলেও আদেশের সত্যায়িত অনুলিপি না পাওয়ায় এতদিন আমরা হাই কোর্টে জামিন আবেদন করতে পারিনি।”
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি জামায়াত-বিএনপির ডাকা অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হয়। এতে আগুনে পুড়ে মারা যান আট যাত্রী। আহত হন আরও ২৭ জন।
ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। দুই বছর এক মাস তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম। খালেদা জিয়া দুই মামলারই আসামি।
জিয়া এতিমখানা ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছরের ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে তাকে।