সংবাদ শিরোনাম :
কাশ্মীর নিয়ে মালালার টুইটে খেপেছেন ভারতীয়রা

কাশ্মীর নিয়ে মালালার টুইটে খেপেছেন ভারতীয়রা

কাশ্মীর নিয়ে মালালার টুইটে খেপেছেন ভারতীয়রা

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে খণ্ড বিখণ্ড করার ভারতীয় পদক্ষেপের সমালোচনা করেছেন পাকিস্তানের নোবেলবিজয়ী তরুণী মালালা ইউসুফজাই। আর এতেই ক্ষেপে উঠেছে হিন্দুত্ববাদী কিছু ভারতীয়।

টুইটে মালালা লিখেছেন, ‘আমি যখন ছোট, তখন থেকে কাশ্মীর অশান্ত। আমার বাবা-মা যখন ছোট, আমার দাদা-দাদি যখন ছোট, তখন থেকে কাশ্মীর অশান্ত। সাত দশক ধরে কাশ্মীরের শিশুরা হিংসার মধ্যে বড় হচ্ছে।… কাশ্মীরের নারী ও শিশুদের কথা ভেবে আমি উদ্বিগ্ন। যে কোনও অশান্তি, হিংসায় তারাই সফট টার্গেট, তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হন। সংঘাতের পরিবেশে সবচেয়ে বেশি যন্ত্রণা তাদেরই ভোগ করতে হয়। আমি আশা করব, দক্ষিণ এশিয়ার মানুষ, আন্তর্জাতিক মহল এবং সংশ্লিষ্ট সব পক্ষ তাদের কথা ভাববেন। যত মতভেদই থাকুক, আমরা যেন মানবাধিকারকে রক্ষা করি, নারী ও শিশুদের সুরক্ষাকে অগ্রাধিকার দিই এবং কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজি।’

এই বিবৃতিতেই সমালোচনার নানা বাক্যবাণে মালালাকে বিদ্ধ করতে থাকে ভারতীয়। তারা তাকে পাক চর, পাক পুতুল ইত্যাদি বলেও আখ্যায়িত করেন। এমনকি মালালাকে কটাক্ষ করে পাল্টা টুইট করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মত ব্যক্তিত্ব।

মালালার টুইটের জবাবে পালটা টুইট করে অজিত দোভাল বলেন,‘সন্ত্রাসের শিকার হয়ে যাকে নিজের দেশ থেকেই পালিয়ে যেতে হয়, তাঁর মুখে কাশ্মীরিদের নিয়ে এত সতর্কতার কথা মানায় না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com