‘কালু’ বলে ডাকা হতো স্যামিকে

‘কালু’ বলে ডাকা হতো স্যামিকে

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  শুধুমাত্র কালো হওয়ার অপরাধে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর ফুঁসে উঠেছে সারাবিশ্ব। থেমে নেই ক্রীড়াঙ্গনও। আগেই বর্ণবাদের বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। এবার নিজের সঙ্গে হওয়া একটি বর্ণবাদী ঘটনাকে প্রকাশ্যে এনেছেন তিনি।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আইপিএলেই বর্ণবাদের স্বীকার হয়েছেন স্যামি। এই ক্রিকেটার জানিয়েছেন, আইপিএলের অন্যতম দল সানরাইজার্স হায়দ্রাবাদে খেলার সময় তাকে কালু নামে ডাকতেন অনেকেই।

সামজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে স্যামি বলেন, ‘যখন সানরাইজার্স হায়দ্রাবাদে খেলতাম তখন আমাকে ও পেরেরাকে (শ্রীলংকান ক্রিকেটার থিসারা পেরেরা) কালু নামে ডাকা হতো। প্রথমে আমি ভেবেছিলাম এর অর্থ শক্তিশালী ঘোড়া। কিন্তু আমি সম্প্রতি কালু শব্দের অর্থ জানতে পেরেছি। আমার পূর্বের পোস্টই বলে দিচ্ছে আমি কতটা রেগে আছি।’

এর আগে বর্ণবাদের প্রতিবাদ করে টুইটারে স্যামি লেখেন, ‘আমার ভাইকে (জর্জ ফ্লয়েড) পায়ের তলায় পিষে হত্যার ভিডিও দেখার পরেও যদি বর্ণবাদের বিরুদ্ধে ক্রিকেট বিশ্ব আওয়াজ না তোলে, এখনো প্রতিবাদ না করে তবে মনে করবো সবাই সমস্যার একটা অংশ।’

প্রায় প্রতিদিনই বর্ণবাদী আচরণের শিকার হতে হয় জানিয়ে স্যামি আরো লেখেন, ‘আইসিসি এবং অন্যান্য ক্রিকেট বোর্ডরা কি দেখতে পারছে না, আমার মতো মানুষদের সঙ্গে কী হচ্ছে? কালো মানুষদের বিরুদ্ধে হওয়া সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কবে কথা বলবেন আপনারা? এটা প্রতিদিনই হয়। কালো বর্ণধারীদের জীবনও মূল্যবান।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com