লোকালয় ২৪

কালিহাতীতে বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহ করছে অভিনব গাড়ি

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  টাঙ্গাইলের কালিহাতীতে করোনা ভাইরাসে আক্রান্ত কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে কাজ করছে বিশেষভাবে নির্মিত এক অভিনব গাড়ি। কেউ খবর দিলেই নমুনা সংগ্রহের জন্য এই গাড়ি চলে যায় তার বাড়িতে। তাই কাউকে আর কষ্ট করে , ঝুঁকি নিয়ে হাসপাতালে গিয়ে পরীক্ষার জন্য দাঁড়াতে হচ্ছে না।

কালিহাতী উপজেলা পরিষদের পরিকল্পনা ও উদ্যোগে এই অভিনব গাড়িটি নির্মাণ করা হয়েছে। ব্যাটারিচালিত একটি ইজি-বাইককে চারদিকে কাঁচ দিয়ে ঘিরে এমনভাবে এটাকে নির্মাণ করা হয়েছে যাতে করে গাড়ির ভিতরে বসেই নিরাপদে নমুনা সংগ্রহ করা যায়। এই গাড়ির ভিতর থেকে ব্যক্তিগত সুরক্ষা উপকরণ বা পিপিই না পরেই নমুনা সংগ্রহ করা যায় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা বলেন, গাড়ির ভিতরে বাতাস চলাচলের কোন সুযোগ নেই। স্থানীয়ভাবে নির্মাণ করতে এতে খরচ হয়েছে প্রায় তিন লক্ষ টাকা। এই অর্থের ব্যবস্থা করেছে উপজেলা পরিষদ। ইতিমধ্যেই উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে গাড়িটি বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। প্রতিদিন পঞ্চাশ জনের নমুনা সংগ্রহ করছে গাড়িটি।