লোকালয় ২৪

কার জন্য বৌ সাজলেন ক্যাটরিনা

কার জন্য বৌ সাজলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্কঃ পরনে লাল কাঞ্জিভরম, কপালে টুকটুকে লাল টিপ, সঙ্গে চন্দনের নকশা, মাথায় টায়রা পরে বউ সেজেছেন ক্যাটরিনা কাইফ। না, বাস্তবে এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না ক্যাটরিনা। শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ‘জিরো’ ছবির জন্য বধূবেশে হাজির হয়েছেন ক্যাট। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির সেট থেকে ক্যাটরিনার কনে সাজের কয়েকটি ছবি ফাঁস হয়। পরে অবশ্য ক্যাটরিনা নিজেও তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বউ বেশে নিজের সাদাকালো একটি ছবি প্রকাশ করেন।

আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবিটি পরিচালনা করছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ছবিতে শাহরুখকে এক বামনের চরিত্রে দেখা যাবে। আর ক্যাটরিনা অভিনয় করেছেন মদে আসক্ত এক অভিনেত্রীর ভূমিকায়। এখানে আরও আছেন আনুশকা শর্মা। তবে তাঁর চরিত্রটি এখনো ধোঁয়াশার মধ্যে রেখেছেন পরিচালক ও প্রযোজক। এর আগে ২০১২ সালে ‘যাব তাক হ্যায় জান’ ছবিতে একসঙ্গে পর্দায় ধরা দিয়েছিলেন শাহরুখ, ক্যাটরিনা ও আনুশকা ত্রয়ী। সেটি ছিল প্রয়াত পরিচালক যশ চোপড়া পরিচালিত শেষ চলচ্চিত্র। এর অর্ধযুগ পর ‘জিরো’ ছবির জন্য আবার একসঙ্গে হাজির হতে যাচ্ছেন এই ত্রয়ী।

এই ছবিতে ক্যাটরিনা মূল নায়িকা নাকি আনুশকা, তা-ও স্পষ্ট নয়। তবে এখন পর্যন্ত ক্যাটই বেশি প্রাধান্য পাচ্ছেন বলে মনে হয়। গতকাল তাঁর কনে সাজের ছবিটি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে এবং সেই সাজ বেশ প্রশংসিতও হচ্ছে। এর আগেও চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকবার বউ সাজতে হয়েছে তাঁকে। কিন্তু দক্ষিণী ঢঙের বউ এবারই প্রথম সাজলেন। ছবির মন্তব্যের ঘরে অনেকে বলছেন লাল টুকটুকে কাঞ্জিভরমে ক্যাটরিনাকে দেখাচ্ছে লাল পরির মতো।