করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, কারিনার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তার বান্ধবী অভিনেত্রী অমৃতা আরোরাও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বর্তমানে তারা সেলফ আইসোলেশনে আছেন। আর গত কয়েক দিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও কোভিড টেস্ট করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ তালিকায় আছেন কারিশমা কাপুর, মালাইকা আরোরা, সোনম কাপুর ও রিয়া কাপুরসহ আরও কয়েকজন। কয়েক দিন আগে তাদের সঙ্গে পার্টিতে অংশ নিয়েছিলেন কারিনা-অমৃতা।