‘কারাবন্দীরা ফোনে আত্মীয়-স্বজনের সাথে কথা বলতে পারবে’- স্বরাষ্ট্রমন্ত্রী

‘কারাবন্দীরা ফোনে আত্মীয়-স্বজনের সাথে কথা বলতে পারবে’- স্বরাষ্ট্রমন্ত্রী

‘কারাবন্দীরা ফোনে আত্মীয়-স্বজনের সাথে কথা বলতে পারবে’- স্বরাষ্ট্রমন্ত্রী
‘কারাবন্দীরা ফোনে আত্মীয়-স্বজনের সাথে কথা বলতে পারবে’- স্বরাষ্ট্রমন্ত্রী

লোকালয় ডেস্কঃ জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন,দেশের সকল কারাগারের বন্দীরা তাদের আত্মীয়-স্বজনের সাথে যেন ফোনে কথা বলতে পারে সেজন্য সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দীদের তাদের আত্মীয়দের সাথে কথা বলার যে প্রকল্প তা টাঙ্গাইল কারাগারে চালু করা হয়েছে। এই প্রকল্প দেশের সকল কারাগারে নেয়া হয়েছে যাতে বন্দীরা তাদের আত্মীয়দের সাথে কথা বলতে পারে।’

চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী এবং গুরুত্বপূর্ণ মামলার আসামিরা এই সুবিধা পাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বন্দীদের টেলিফোনের কথপোকথন মনিটর এবং রেকর্ড করা হবে।

চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এম আব্দুল লতিফের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৮ সালে ১.৬৩ লাখ লোকের বিরুদ্ধে ১.২১ লাখ মাদক সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।

পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, ২০১৮ সালে মাদকবিরোধী অভিযানে ৬.৯১ কোটি পিস ইয়াবা, ৪৪৯ কেজি হেরোইন, ৬০ হাজার ৩৪২ কেজি গাঁজা, ৭.১৮ লাখ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com