নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে সহিংসতা সহ চারটি মামলায় ১৪ দিন কারাবাসের পর মুক্তি পেলেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছসহ দলের ১৪ নেতাকর্মী।
রবিবার (৩ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলা কারাগার থেকে বের হন গউছসহ ১৪ জন।
এর আগে গত ১৮ ফেরুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে চারটি মামলায় জামিন আবেদন করলে বিচারক আমজাদ হোসেন জিকে গউছসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেন।
জিকে গউছের আইনজীবি এডভোকেট মোঃ নুরুল ইসলাম জানান- একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনাসহ মিথ্যা চারটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন শেষে গত ১৮ ফেব্রুয়ারী নিম্ন আদালতে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।