নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক আন্দোলনের সময় পুলিশের গাড়ি ‘ভাঙচুর ও হামলার’ ঘটনায় দায়ের হওয়া মামলায় জামিন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরো নয়জনের বেশি শিক্ষার্থী কারাগার থেকে ছাড়া পেয়েছেন।
সোমবার সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে তারা মুক্তি পান। জেলার মাহবুবুর রহমান জানান, সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা কারাগার থেকে বের হয়ে আসেন।
এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে আরো নয় শিক্ষার্থীর কারাগার থেকে মুক্তি মেলে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে বাকি শিক্ষার্থীরাও সোমবার সন্ধ্যার মধ্যে মুক্তি পাবেন বলে জানান জেলার।
নিরাপদ সড়ক আন্দোলনের সময় বাড্ডা এবং ভাটারা থানায় দায়ের হওয়া পৃথক মামলায় গত ৬ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে কয়েকবার তাদের জামিন নামঞ্জুর করে আদালত।
গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় বাসচাপায় কলেজের দুই শিক্ষার্থী নিহতের পর নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু হয়।
Leave a Reply