লোকালয় ২৪

কারাগারে নতুন বন্দিদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  নতুন বন্দিদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রেখে সুস্থতা নিশ্চিত করে সেলে প্রবেশ করানো হচ্ছে। নতুন বন্দিদের জন্য দেশের প্রতিটি কারাগারে ‘নতুন আমদানি সেল’ খোলা হয়েছে।

নতুন বন্দিদের কারাগারে প্রবেশের আগে তাদের হাত-পা জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলা হচ্ছে। তাদেরকে থার্মাল স্ক্যান দিয়ে পরীক্ষা করে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।

দেশের কারাগারে বন্দিদের সুরক্ষা নিয়ে এসব কথা বলেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।

কারা মহাপরিদর্শক বলেন, দেশে করোনা শনাক্ত হওয়ার ৬১ দিন পর্যন্ত কোনো কারাগারে বন্দিদের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়নি। কারাগারে কারারক্ষী, কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পরে ডিউটি করা বাধ্যতামূলক করা হয়েছে। তাদেরকে ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি নজর রাখতে বলা হয়েছে।