কাবা প্রাঙ্গণ ছেয়ে গেছে কালো ঘাসফড়িংয়ে

কাবা প্রাঙ্গণ ছেয়ে গেছে কালো ঘাসফড়িংয়ে

কাবা প্রাঙ্গণ ছেয়ে গেছে কালো ঘাসফড়িংয়ে
কাবা প্রাঙ্গণ ছেয়ে গেছে কালো ঘাসফড়িংয়ে

আন্তর্জাতিক ডেস্ক– মুসলিমদের পবিত্রতম স্থান সৌদি আরবের মক্কায় কাবার প্রাঙ্গণ ছেয়ে গেছে ঘাসফড়িংয়ে। শুক্রবার সকাল থেকেই পালে পালে আসতে থাকে ফড়িং।

জুমার দিনে বিপাকে পড়েন মুসল্লিরা। পরিচ্ছন্নতাকর্মীদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে এসব পতঙ্গ পরিষ্কারে। পতঙ্গ দমনে ব্যবহার করা হচ্ছে কীটনাশক।

ডাকা হয়েছে কীটপতঙ্গ দমন বিশেষজ্ঞদের। কর্মকর্তারা জানিয়েছেন, কালো ঘাসফড়িং দমনে ২২টি দলে ভাগ হয়ে ১৩৮ জন কাজ করছেন। তাদের কাছে রয়েছে ১১টি বিশেষ ধরনের যন্ত্র।

সংবাদমাধ্যম আল আরাবিকে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা আশ্বস্ত করে বলেছেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, পতঙ্গ দমন করে আল্লাহর ঘরের মেহমানদের স্বস্তি নিশ্চিত করতে।’

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে যেমন কাবা প্রাঙ্গণে পালে পালে ঘাস ফড়িং উড়তে দেখা গেছে, তেমনি ছবিতে বিপুল পরিমাণ মৃত ঘাস ফড়িং পরিষ্কার করতে দেখা গেছে কর্মীদের।

প্রকাশিত হয়েছে, বিশাল বড় চত্বরের পুরোটা জুড়ে ছড়িয়ে থাকা মরা ঘাস ফড়িংয়ের ছবি। ভিডিওচিত্রে দেয়ালে দেয়ালে বসে থাকতে দেখা গেছে কালো ঘাসফড়িংয়ের পালকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com