লোকালয় ডেস্কঃ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নিতে সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশের সবচেয়ে পুরনো ছাত্র সংগঠন ছাত্রলীগ।
এ সংগঠনের সাংগঠনিক নেত্রী আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকাল ৩টায় ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন।
ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, “আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
২০১৫ সালে ২৬ জুলাই সাইফুর রহমান সোহাগকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের সর্বেশেষ কমিটি হয়।
এবার কাউন্সিলরদের ভোটে, না সমঝোতায় নতুন কমিটি হবে- তা এখনও স্পষ্ট নয়। অবশ্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সমঝোতার ওপরই গুরুত্ব দিয়েছেন সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে।প্রধানমন্ত্রী বলেন, “যেভাবে হওয়ার সেভাবেই হবে। ইতোমধ্যে কে কে প্রার্থী তাদের তালিকা নেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতা নির্বাচনের পদ্ধতি আছে। তালিকায় আসা আগ্রহীদের ডেকে সমঝোতার চেষ্টা করা হয়। হলে এই কমিটির প্রেস রিলিজ দেওয়া হবে।
“এতে সফল না হলে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট হবে। তবে ভোটের মাধ্যমে হওয়ারও একটা ঝামেলা আছে। তারা ইয়াং ছেলেপুলে, ভোটের মধ্যে অনেক কিছুই হতে পারে। তারা প্রভাবিত হতে পারে। তবে আমরা দেখব ভোটের মধ্যে যোগ্য নেতৃত্ব এসেছে কিনা। না এলে ব্যবস্থা নেওয়া হবে।”
এবারের নেতা নির্বাচন নিয়ে বৃহস্পতিবার ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “প্রধানমন্ত্রী যেহেতু ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, তিনিই নেতা নির্বাচন করবেন।”
বিকালে সম্মেলনের শুরুতে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দুই দিনের দ্বি-বার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর শোক প্রস্তাব, সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনামূলক বক্তৃতার পর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
পরে এ সংগঠনের ‘অভিভাবক’ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে দ্বিতীয় অধিবেশনের প্রস্তুতি।
অবশ্য আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, এবার নেতা নির্বাচনের জন্য সম্মেলনের দ্বিতীয় অধিবেশন নাও হতে পারে।কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ দুই পদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব শুক্রবারই নির্বাচন করা হতে পারে বলে জানিয়েছেন তারা।
গত ২৫, ২৬ ও ২৯ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ, মহানগর উত্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে ওই তিন ইউনিটের কমিটি বিলুপ্ত করা হলেও তখন নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়নি।
ছাত্রলীগের জাতীয় সম্মেলন সামনে রেখে গত ২ থেকে ৫ মে শীর্ষ দুই পদে মনোনয়নপত্র বিক্রি করা হয়। প্রধান নির্বাচন কমিশনার আরিফুর রহমান লিমন এর তথ্য অনুযায়ী, এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থিতার জন্য ৩২৩ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সভাপতি পদের জন্য ১১১ জন এবং সাধারণ সম্পাদক পদের জন্য ২১২ জন ফরম কিনেছেন।
সম্মেলনে অংশ নিতে ভোর থেকেই বিভিন্ন জেলার ডেলিগেটরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে শুরু করেছেন।
ঢাকার বিভিন্ন শাখার নেতাকর্মীরা পৃথক টি-শার্ট, মাথায় ক্যাপ এবং কপালে ব্যান্ড পরে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং বিভিন্ন কলেজের ছাত্রীরা এসেছেন বর্ণিল শাড়ি পরে।বেলা ১১টায় তিনটি প্রবেশপথ খুলে দেওয়া পর জয়বাংলা শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। নিজেদের পছন্দের নেতাদের পক্ষেও স্লোগান দিতে শোনা যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা কর্মীদের।
শীর্ষ পদের প্রত্যাশী কয়েকজন প্রার্থী বলেছেন, তাদের বাড়ি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি পারিবারিক নানা খুঁটিনাটি বিষয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে বলে তারা খবর পেয়েছেন।
নাম না প্রকাশ করার অনুরোধ জানিয়ে এক ছাত্রলীগ নেতা বলেন, “আমার বাড়িতে গোয়েন্দা সংস্থার লোক গিয়েছিল। সব ডিটেইল নিয়েছেন উনারা। আমাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতা এমনকি স্থানীয় মানুষের কাছ থেকেও খোঁজখবর নেওয়া হয়েছে।”
ছাত্রলীগের সম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার বিকাল থেকেই আশপাশের সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
ঝড়-বৃষ্টি এড়াতে উদ্যানে টানানো হয়েছে বিশাল শামিয়ানা। এবারের সম্মেলনে লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি প্রত্যাশা করছে ছাত্রলীগের প্রস্তুতি কমিটি।