সংবাদ শিরোনাম :
কাউন্টারে ভিড় নেই, রাস্তায় জ্যাম নেই

কাউন্টারে ভিড় নেই, রাস্তায় জ্যাম নেই

কাউন্টারে ভিড় নেই, রাস্তায় জ্যাম নেই
কাউন্টারে ভিড় নেই, রাস্তায় জ্যাম নেই

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত সপ্তাহেই। ইতোমধ্যেই গ্রামের বাড়িতে ঈদ করার জন্য প্রত্যেকে নিজ নিজ অঞ্চলের অগ্রিম টিকিট সংগ্রহ করছেন।

এখন পর্যন্ত সায়েদাবাদ টার্মিনালে বাস কাউন্টারগুলোতে যাত্রীর তেমন কোনো ভিড় নেই।

বিভিন্ন সূত্রে জানা যায়, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনী অঞ্চলের রাস্তায়ও তেমন কোনো জ্যাম নেই।

ফেনী, নোয়াখালী অঞ্চলের যাত্রীবাহী বাস কোম্পানি স্টার লাইন।  এই পরিবহনের বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত ২৮ জুলাই।   টিটিপাড়া বাস কাউন্টারে গিয়ে দেখা যায় যাত্রীর তেমন চাপ নেই।  স্টার লাইনের টিকিট চেকার মনজুরুল ইসলাম বলেন, ‘আগে শুধু আমাদের পরিবহন ছিল।  এখন দুটি পরিবহন হয়েছে।  যার কারণে যাত্রী ভাগাভাগি হয়ে যায়।  এছাড়া রাস্তায় কোনো জ্যাম নেই।  যাত্রীরা নির্বিঘ্নেই বাড়ি যেতে পারছেন।  তবে বৃহস্পতিবার থেকে ভিড় বাড়তে পারে। ’

এনা পরিবহনের টিকিট কাউন্টারের মাস্টার মো. বেলায়েত হোসেন বলেন, ‘এখনো যা্ত্রীর কোনো চাপ নেই।  মনে হচ্ছে বৃহস্পতিবার থেকে বাড়তে পারে।  তবে রাস্তায় কোনো জ্যাম নেই। ’

শ্যামলী পরিবহনের কাউন্টারে গিয়ে দেখা যায় কাউন্টারে কোনো ভিড় নেই।  কাউন্টার মাস্টার পারভেজ বলেন, ‘আমরা গত ৫ তারিখ থেকে অগ্রিম টিকিট দিচ্ছি।  চট্টগ্রামসহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুটে সায়েদাবাদ থেকে আমাদের সার্ভিস রয়েছে।  এখন পর্ন্ত রাস্তায় কোনো জ্যাম পাইনি। এছাড়া আমাদের টিকিটের মূল্য সরকার যেটা নির্ধারণ করেছে সেটাই রয়েছে।  কোনো বাড়তি টাকা নেয়া হচ্ছে না। ’

এছাড়া অন্যান্য কাউন্টারে যাত্রীর কোনো ভিড় চোখে পড়েনি।

পরিবারের সাথে ঈদ করতে চট্টগ্রাম যাচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রায়হান আহমেদ। তিনি বলেন, ‘এসেই টিকেট পেয়েছি।  কোনো বাড়তি ভাড়া নেয়নি।  ভালোই লাগছে। ’

পারিবারিক কাজ থাকায় অফিস থেকে ছুটি নিয়ে পরিবারসহ ফেনী যাচ্ছেন মাহমুদ হোসেন।  স্টার লাইনের বাসের জন্য অপেক্ষা করছিলেন। মাহমুদ বলেন, ‘চিন্তা করছিলাম কাউন্টারে গিয়ে টিকিট পাবো কিনা।  তবে এসে খুব ভালো ‍লাগছে।  কোনো ভিড় নেই।  সমস্যা নেই।  টিকিট পেয়ে গেছি।  এখন নিরাপদে বাড়ি যেতে পারলেই হলো। ’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com