লোকালয় ডেস্কঃ লিভারপুলের আশার আকাশে জ্বলতে থাকা উজ্জ্বল তারার নাম মোহামেদ সালাহ। তাঁকে ঘিরেই লিভারপুলের যত পরিকল্পনা। চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের স্বপ্ন। সেই স্বপ্নে খানিকটা ব্যাঘাত ঘটল চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রথমার্ধেই।
ম্যাচের ২৫তম মিনিটে রামোসের ট্যাকলে চোট পান লিভারপুল ফরোয়ার্ড। ব্যথায় কাতরে ওঠেন মিসরীয় তারকা। মাঠেই চলে চিকিৎসা, তবে সেটা সফল হয়নি। লিভারপুলের শিরোপা জয়ের স্বপ্নে সামান্য ব্যাঘাত। ৩০তম মিনিটে তাঁকে তুলে নিতে বাধ্য হন ইয়ুর্গেন ক্লপ। খবরটা শুধু লিভারপুলের জন্যই নয়, মিসরের জন্যও দুঃসংবাদ। দরজায় যে কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। আর সালাহ যে মিসরের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা নিশ্চয় বলে দিতে হবে না!
Leave a Reply