বিনোদন ডেস্ক : বলিউডের গ্ল্যামার দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো৷ উপার্জনও যথেষ্ট আকর্ষণীয়৷ তাঁদের লাইফস্টাইল দেখে মাথা ঘুরেও যেতে পারে৷ কিন্তু অনেকেরই শিক্ষাগত যোগ্যতা ততটা আকর্ষণীয় নয়৷ দেখে নেওয়া যাক, এই তালিকায় কে কে আছেন।
১. করিশ্মা কাপুর: খুব কম বয়সেই সিনেমায় নেমেছিলেন করিশ্মা কাপুর৷ ৯০-এর দশকের সমস্ত সুপারস্টারদের সঙ্গে কাজ করেছিলেন তিনি৷ মাত্র ১৭ বছরেই ‘প্রেম কয়দি’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি৷ শোনা যায়, সিক্সের পর নাকি আর স্কুলে যাননি তিনি।
২. অর্জুন কাপুর: পড়াশোনায় তেমন ভাল ছিলেন না ‘গুন্ডে’র নায়ক৷ ১৪০ কেজি ওজন ছিল তাঁর৷ সে সময়ই বলিউডে কেরিয়ার শুরু করার কথা ভাবেনি অর্জুন৷ পরীক্ষায় ফেল করার পর পড়াশোনাই ছেড়ে দেন তিনি৷
৩. কঙ্গনা রানাউত: এই মুহূর্তে বলিউডের অন্যতম প্রতিভাবান ও প্রথম সারির নায়িকাদের একজন তিনি৷ কিন্তু অনেকেই জানেন না, ক্লাস টুয়েলভও পাশ করেননি ‘মণিকর্ণিকা’র নায়িকা৷ টুয়েলভের কেমিস্ট্রি পরীক্ষায় ফেল করার পরই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন কঙ্গনা৷
৪. কাজল: কাজলের খুব ছোটবেলাতেই তাঁর বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায়৷ এরপর খুব ছোট বয়সেই বলিউডে এন্ট্রি নেন তিনি৷ তাই স্কুল ছেড়ে দিয়েছিলেন মাঝপথেই৷
৫. ক্যাটরিনা কাইফ: হংকংয়ে জন্ম ক্যাটরিনার৷ ক্যাটরিনার তিন বড় দিদি, এক দাদা ও তিন ছোট বোন রয়েছে৷ বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যাওয়ায় সিঙ্গল মাদারের কাছে বড় হয়েছেন ক্যাট৷ তাই তাঁর সম্পূর্ণ শিক্ষাই ছিল ঘরেই৷