লোকালয় ২৪

কলঙ্ক যাদের গায়ে, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তাদের নেই: কাদের

কলঙ্ক যাদের গায়ে, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তাদের নেই: কাদের

লোকালয় ডেস্ক: ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনের ফল বাতিলের আবেদনের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেছেন, ‘১৫ ফেব্রুয়ারির মতো নির্বাচনের কলঙ্ক যাদের গায়ে, তাদের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই।’

সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

এ সময় একাদশ জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রচুর অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা যেকোনো সংক্ষুব্দ ব্যক্তি মামলা করতে পারে। তারা ক্ষোভ প্রকাশ করতে পারে। এখানে আর নির্বাচনী পরাজিতরা ট্রাইব্যুনালের সম্মুখীন হয়। ট্রাইব্যুনাল তাদের অভিযোগ পেশ করে এটা নতুন কিছু না। তাদের অধিকারও আছে। মামলা করতে পারেন।

এখন এই বিষয়টা আমাদের কিছু করণীয় না। যেহেতু নির্বাচন কমিশন এই নির্বাচনে যারা জয় লাভ করেছে তাদের গ্যাজেট প্রকাশ করেছে এবং বিজয় বলে ঘোষণা করেছে। এসব মামলা নির্বাচন কমিশন (ইসি) দেখবে।’

উপজেলা নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দুই-চার স্থানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে।